ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া ৭৮৬ প্রার্থী আজ সোমবার থেকে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। আগামী বুধবার পর্যন্ত মনোনয়ন ফিরে পেতে এ আপিল করা যাবে। এরপর আপিল আবেদনের ওপর শুনানি শেষে সিদ্ধান্ত জানাবে ইসি।
আপিলের জন্য প্রার্থীদের অবশ্যই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যেতে হবে।
ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করতে পারবেন। আর কমিশন প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে সিদ্ধান্ত দেবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।
শুধু তাই নয়, আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রার্থীরা সন্তুষ্ট না হলে তারা আদালতেরও শরণাপন্ন হতে পারবেন।
