ইজতেমার মাঠে হামলার দায়ে সাদপন্থীদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা

ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগি সাথী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর নৃশংস হামলার ঘটনায় সাদপন্থীদের অভিযুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

টঙ্গী উলামায়ে কেরাম ও তাবলিগি সাথীরা এ মামলা করেছেন বলে জানা যায়।

আজ সোমবার দুপুরে তাবলিগি সাথীদের পক্ষ থেকে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে (মামলা নং-০২) মামলাটি দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক মামলার দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলায় ১৪৩/৪৪৮/৩২৩-২৫/৩০৭/৪২৭ ধারায় মাওলানা ইলিয়াস, আনিছুর রহমান, ফরিদ শিকদার, মনির হোসেন, ফয়সাল শিকদার, মাকসুদুর রহমান, আব্দুর রউফ, মো. বেলাল হোসেন, বশির উল আমীন, মাসুদ পাটোয়ারী, মুফতি আল আমিনসহ ২৮ জনের নামোল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : টঙ্গীর হামলার জন্য সামীম আফজালও দায়ী করলেন সাদপন্থীদের

মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, টঙ্গীর ইজতেমার মাঠে আসন্ন ইজমেতার জন্য মাঠ প্রস্তুতের কাজ করছিলেন সাধারণ তাবলিগি সাথী ও মাদরাসার ছাত্র-শিক্ষকরা।  এরই মধ্যে গত ১ ডিসেম্বর সাদপন্থীরা মাঠের গেট ভেঙ্গে সেখানে প্রবেশ করে এবং তাদের হামলায় একজন নিহত ও শতাধিক আহত হয়।

পূর্ববর্তি সংবাদভারতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আকমাল ৩য় 
পরবর্তি সংবাদমন্ত্রিসভার শেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী