ইসলাম টাইমস ডেস্ক : গাজীপুরের রাজেন্দ্রপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বাস ও লেগুনার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কয়েকজন।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজেন্দ্রপুরের হালডুবা এলাকায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আবদুস সামাদ (৬৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এছাড়া আহত হয় কয়েকজন। আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে আনার পথে একজন এবং হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে।
