ইসলাম টাইমস ডেস্ক : পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাড়ারা গ্রামের মৃত আহেদ আলী শেখের ছেলে আওয়ামী লীগ কর্মি আব্দুল মালেক শেখ (৪৫) এবং মৃত বহের খার ছেলে মুক্তিযোদ্ধা লস্কর খা (৬৫)।
পাবনার পুলিশ সুপার শেখ মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকেএ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাবনার ভাড়ারা ইউপি চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান গ্রুপ এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সুলতান খান গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। আগামী সংসদ নির্বাচনে ঐ এলাকায় কে হবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। সোমবার সন্ধ্যায় তারই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় কারো কারো মতে, বালু উত্তোলন, জলাশয় দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা হামলার সাথে জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
