ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন বলে আখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘এবারের নির্বাচন আত্মমর্যাদা সমুন্নত রাখার নির্বাচন। বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন। কাজেই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কিছুতেই আমাদের সম্ভ্রম খোয়াতে পারি না।’
আজ সোমবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার নির্বাচনি কর্মকর্তাদের নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের আহবান জানান।
এ সময় তিনি বলেন, ‘আপনারা ব্যর্থ হলে নির্বাচনও ব্যর্থ হবে। আপনারা সফল হলে, সমগ্র জাতি সাফল্যে উদ্ভাসিত হবে।’
নির্বাচনি কর্মকর্তাদের হুঁশিয়ার করে এই কমিশনার বলেন, ‘ভোটকেন্দ্রের সকল অনিয়ম রোধ, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে। আপনাদের দায়িত্বপালনে কোনও শিথিলতা বরদাশত করা হবে না। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে সৈনিকের মতো আপনাদের সম্মুখ সমরেও সাফল্যের কোনও বিকল্প নেই।’
