ফতোয়াকে নিষিদ্ধ করা আইন কার্যকরের প্রতিশ্রুতি রেখে তৈরি হচ্ছে বামদের ইশতিহার

ইসলাম টাইমস ডেস্ক: ফতোয়াকে নিষিদ্ধ করে ২০০১ সালে হাইকোর্ট-প্রদত্ত ঐতিহাসিক রায়কে কার্যকর করার প্রতিশ্রুতি রেখে প্রায় ৩১ দফা নির্বাচনি ইশতেহার তৈরি করছে বাম গণতান্ত্রিক জোট।

একই সঙ্গে ধর্মনিরপেক্ষতার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করা, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের চার মূলনীতির সঙ্গে বিদ্যমান সংবিধানের সাংঘর্ষিক সব বিধিবিধান বাতিল করা, স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও রাখছে বাম জোটের নির্বাচনি ইশতেহারে।

জানা যায়, ৩ ডিসেম্বর সোমবার জোটের ইশতেহার কমিটির বৈঠকে খসড়া ইশতেহার চূড়ান্ত করে ৭ বা ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বামজোট।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া বামজোটের নির্বাচনি ইশতেহারে থাকছে মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান ও রাজনীতির সংস্কার করা, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা, সশস্ত্র বাহিনীর সব কার্যক্রম জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ রাখা, ঘুষ-দুর্নীতি-বন্ধুকযুদ্ধবন্ধে ‘জিরো টলারেন্স’, বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বেতার-টিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবানের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
পরবর্তি সংবাদ৭ ইসলামি দলের ৩৩ প্রার্থীর মনোনয়ন বাতিল