ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গী মাঠে (১ ডিসেম্বর) শনিবার ওলামায়ে কেরাম ও মাদরাসর ছাত্রদের ওপর সাদপন্থীদের নৃশংস হামলার প্রতিবাদে সিলেটে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার উদ্যোগে প্রতিবাদ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সিলেটের কাজির বাজারে শত শত মানুষ প্রতিবাদ-মিছিলে যোগদান করেন।
সমাবেশ ও প্রতিবাদ-মিছিলে আলোচকরা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে মাদরাসার ছাত্রদের ও তাবলীগী সাথীদের ওপর সাদপন্থীরা হামলা করে এ দেশের তৌহিদী জনতার হৃদয়ে আঘাত হেনেছে। সত্যিকার কোনো মুসলমান এ ধরনের হামলায় জড়িত থাকতে পারে না। আলেম উলামা বিদ্বেষী সাদপন্থী চক্রের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তারা কয়েকটি দাবি জানান-
১। টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার নির্দেশ দাতা ওয়াছিফুল ইসলাম ও নাসিমসহ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
২। কাকরাইল ও সিলেটের খোজারখলা মার্কাজের সাথে সংশ্লিষ্ট ওয়াসিফ ও নাসিম গংদের বহিষ্কার করতে হবে।
কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসার সভাপতিত্বে জামেয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দীস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ক্বাসীমুল উলুম দরগাহ মাদ্রাসার সদরুল মুদাররেসীন মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া মাদানিয়ার সদরুল মুদারেসীন মাওলানা আব্দুস সোবহান, জামেয়া মাদানিয়ার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা খলিলুর রহমান, শামীমাবাদ মাদ্রাসার মুহতামীম হাফিজ সৈয়দ মাওলানা শামীম আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, আলহাজ্ব মাওলানা এমরান আলম, খোজারখলা মাদ্রাসার মুরব্বী হাজী মকবুল আহমদ, হাজী বুলবুল মিয়া, মাওলানা মনজুর আহমদ, মাওলানা সিদ্দিক আহমদ চিশতী, ভার্থখলা জামেয়ার মুহাদ্দীস সামছুদ্দিন ইলিয়াস, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, জামেয়া ফারুকিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুল হক, মুফতি নাসির উদ্দিন, তারিক বিন হাবীব, রশীদ মোস্তাক, মাহদী হাসান জামাল,ইকরামুল হক জুনাইদ, ওবায়দুর হক নাহিদ, হাজী আব্বাস উদ্দিন জালালী, হাফিজ কয়েস আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে ৬ দফা দাবী পেশ করেন-জামেয়া ক্বাসীমুল উলুম দরগাহ মাদ্রাসার সদরুল মুদারেসীন মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।
