টঙ্গী মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গী ময়দানে শনিবার (১ ডিসেম্বর) ওলামায়ে কেরাম ও মাদরাসার ছাত্রদের ওপর সাদপন্থী এতায়াতীদের নৃশংসভাবে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীর সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ, তাবলিগি সাথী ও ওলামায়ে কেরাম।

সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী শহরের কোর্ট শহীদ মিনারে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের রাস্তায়  শত শত মানুষ মানববন্ধন করে ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদ জানান।

এ সময় ওলামায়ে কেরাম ও তাবলীগী সাথীবৃন্দের মধ্যে ছিলেন, মাওলানা আব্দুর রউফ কাসেমী, মাওলানা আব্দুল্লাহ তালহা, মাওলানা ইমরান উদ্দীন, ড. মাওলানা ইমতিয়াজ আহমদ, আলহাজ আবুল কাসেম ও আলহাজ আব্দুল মালেকসহ প্রমুখ

এরপর বেলা সাড়ে এগারটার দিকে জেলাপ্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

পূর্ববর্তি সংবাদচূড়ান্ত প্রার্থীর নাম জানাতে হবে ৯ ডিসেম্বরের মধ্যে : ইসি
পরবর্তি সংবাদসাদের অনুসারীদের চিহ্নিত করে বয়কট করুন : আল্লামা জুনায়েদ বাবুনগরী