নিজের নিরাপত্তার জন্য শটগানসহ আরও একজন গানম্যান চেয়েছেন ইসি সচিব

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের নিরাপত্তায় পিস্তলসহ একজন দেহরক্ষী থাকলেও শটগানসহ আরও একজন দেহরক্ষী বা গানম্যান চেয়েছেন তিনি।

ঢাকা মহানগর কমিশনারের (ডিএমপি) বরাবর সোমবার এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে বলে ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে লেখা রয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন।

সচিবের নিরাপত্তার জন্য ডিএমপির প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে তার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ জন্য পিস্তলসহ দেহরক্ষী বা গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী বা গানম্যান নিযুক্ত করা প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে একাধিকবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের বিরুদ্ধে অভিযোগ তুলে তার বদলি ও প্রত্যাহার চেয়ে কমিশনকে চিঠি দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদ৩ দিন ধরে ইজতেমা মাঠের টিনশেড মসজিদের আজান ও নামাজ বন্ধ!
পরবর্তি সংবাদএ নির্বাচনটিও গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে সন্দেহ : মান্না