ইসলাম টাইমস ডেস্ক : ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
সোমবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাক্ষাৎ করে এই তথ্য জানান।
প্রসঙ্গত, মিলার গত ১৮ নভেম্বর ঢাকা পৌঁছানোর পর গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলারের বৈঠকে বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায়।
এ প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ওয়াশিংটন। এই নির্বাচনে তারা ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। এছাড়া স্থানীয় মার্কিন মিশনের ৮ থেকে ১০টি টিম ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করবে।’
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
