মালয়েশিয়ায় বিস্ফোরণ : নিহত ৩, আহত ২৪

ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।

মঙ্গলবার সকালের দিকে সারাওয়াক প্রদেশের একটি শপিং মলে এই বিস্ফোরণ ঘটে। খবর এএফপি।

শপিং মলের এ বিস্ফোরণ বোমার কারণে হয়নি বলে জানিয়েছেন প্রদেশের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। সারাওয়াকে অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন; তবে বিস্ফোরণে হতাহতের শিকারদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা জানা যায়নি।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা বলছে, গ্যাস ট্যাংকের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। চলতি বছরে এই প্রদেশে এটি সবচেয়ে মর্মান্তিক ঘটনা। তবে এটি বোমার বিস্ফোরণ নয়।

বিস্ফোরণস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবং ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

শপিং মলের নিচ তলার একটি স্টোরের কাছে বিস্ফোরণ ঘটে, যেখানে সংস্কার কাজ চলছিল।

পূর্ববর্তি সংবাদটঙ্গী মাঠে হামলাকারী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদদেশজুড়ে মাওলানা ফরীদ ‍উদ্দীন মাসউদকে অবাঞ্ছিত ঘোষণার দাবি