শ্রীলংকায় রাজাপাকসের প্রধানমন্ত্রিত্ব স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক : শ্রীলংকায় বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দলের ১২২ এমপির রিট পিটিশনের শুনানির পর মাহিন্দা রাজাপাকসের প্রধানমন্ত্রিত্ব ও তার মন্ত্রিসভার ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। খবর শ্রীলংকা গার্ডিয়ানের।

সোমবার ওই আদেশ দেন দেশটির আপিল আদালত।

আদেশে বলা হয়, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত মন্ত্রিসভার সব কর্মকাণ্ড বন্ধ থাকবে।

এর মধ্য দিয়ে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে এক মাসেরও বেশি সময় ধরে চলমান রাজনৈতিক সংকট নতুন মোড় নিল।

রাজাপাকসের প্রধানমন্ত্রিত্ব চ্যালেঞ্জ করে শুক্রবার আদালতে ‘কুও ওয়ারান্টো পিটিশন’ দায়ের করেন বিরোধী আইনপ্রণেতা।

অভিযোগ আমলে নিয়ে ওইদিনই শুনানি শুরু করেন আদালত।

পূর্ববর্তি সংবাদমোহাম্মদপুরে বিক্ষোভ : সাদপন্থীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান
পরবর্তি সংবাদএই মুহূর্তে আমি কোনো কিছু বলার জন্য প্রস্তুত নই : মাহবুব তালুকদার