নিজস্ব প্রতিবেদক : গত ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার পর থেকে ইজতেমার মাঠস্থ টিনশেড মসজিদে আজান ও নামাজ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। টঙ্গীর স্থানীয় বাসিন্দারা এই তথ্য নিশ্চেত করেছে।
উলামায়ে কেরাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে টিনশেড মসজিদে আজান ও নামাজ চালু করার দাবি জানিয়েছে।
টঙ্গী ও উত্তরার স্থানীয় উলামায়ে কেরাম আজ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এই দাবি জানান।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ইজতেমার মাঠ প্রস্তুত করার সময় সেখানে অবস্থানরত সাধারণ তাবলিগি সাথী, উলামায়ে কেরাম, মুরব্বি ও মাদরাসা ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা করে দিল্লির বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের অনুসারীরা। তাদের হামলায় একজন মুসল্লি নিহত এবং সহস্রাধিক মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষক আহত হন। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার পর সাদপন্থীদের থেকে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করে প্রশাসন। এরপর থেকে টিনশেড মসজিদের আজান ও নামাজ বন্ধ থাকার অভিযোগ করেছেন স্থানীয় সাধারণ মুসল্লিরা।
