টঙ্গীতে সংবাদ সম্মেলন : সাদপন্থীদের হামলার ঘটনায় জড়িত ও উসকানিদাতাদের শাস্তি দাবি

ইসলাম টাইমস ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার (১ ডিসেম্বর) ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র ও তাবলিগি সাথীদের ওপর সাদপন্থীদের নৃশংস হামলার উসকানিদাতা ও হামলাকারীদের শাস্তির দাবিতে টঙ্গী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। এ সময় তারা একটি কর্মসূচিও ঘোষণা করেন।

বুধবার (৫ ডিসেম্বর) সকালে টঙ্গীর ওলামায়ে কেরাম ও তাবলিগের সঙ্গীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে আলোচকরা ৬ দফা দাবি তুলে ধরে বলেন, হামলার ঘটনায় জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী বিশ্ব ইজতেমা পূর্বঘোষিত ১ম ধাপ ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি তারিখে অনুষ্ঠানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মসূচি

ছয় দফা দাবিতে আগামী ৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা টঙ্গীর সব মসজিদ ও এলাকায় তৌহিদি জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে কলেজগেট এলাকায় জড়ো করা হবে। এ ছাড়া দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে পরে আরও কর্মসূচি দেয়া হবে বলে মুরব্বিরা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গীর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাসউদুল করীম, বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ইউনুস শাহেদী, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ আবু বকর কাসেমী, টঙ্গী জামিয়া রহমানিয়া সওতুল হেরা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ইসমাইল ওরফে আলমগীর, জামিয়া আহসানুল উলুম হাকিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাকিব আকন্দ, দারুস সালাম মাদ্রাসার মুহতামিম মুফতি মুহাম্মদ ইয়াকুব, টঙ্গী ভরান জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা কেরামত আলী, ইমাম আবু হানিফা (রহ.) মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকবাল হোসাইন মাসুম, সরকারবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজুল ইসলাম মল্লিক, তাবলিগের জিম্মাদার সাথী ইঞ্জি. শামসুল হক, আবু উবাইদা, তারেক মাহমুদ, আব্দুস সাত্তার ও ব্যবসায়ী হাজী আবু তাহের প্রমুখ।

পূর্ববর্তি সংবাদগণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সোহরাওয়ার্দী আজীবন সংগ্রাম করেছেন : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘এবার উৎসবের মতো ভোট হবে, এ জন্য বিএনপির মনটা একটু খারাপ’