ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর পত্নীতলায় নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক হোসেন (৭৫) খুন হয়েছেন। এ সময় তার গাড়িচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাহমুদপুর গ্রামে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দলীয় কাজ শেষে পার্টি অফিস থেকে বাড়ি আসার পর ঘরের ভেতরে ওঁত পেতে থাকা দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন। এ সময় ইসহাক হোসেন চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন মুখোশধারী দুবৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত ইসহাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তখন কর্তব্যরত চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, হত্যার সঠিক কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। দুবৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।
