অন্যায়ের প্রতিবাদ করে খুন হল এক যুবক

ইসলাম টাইমস ডেস্ক : বিয়ানীবাজারে অন্যায়ের প্রতিবাদ করে এক যুবক খুন হয়েছে। গতকাল বুধবার সিলেটের এক হাসপাতালে মারা যায় হোসেন আহমেদ নামে ওই যুবক।

হোসেন পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের প্রবাসী কমর উদ্দিনের ছেলে ফাহিম আহমদ (১০) বাইসাইকেল নিয়ে রাস্তায় বের হলে তাকে লাথি দেয় একই এলাকার মুহিব আলীর ছেলে সুমন আহমদ। বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা দেখে প্রতিবাদ করলে শিক্ষার্থী হোসেন আহমেদকে লক্ষ্য করে ভারী বস্তু দিয়ে আঘাত করে সুমন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, সুমন শিশু ফাহিমকে লাথি মেরে বাইসাইকেল থেকে ফেলে দিলে এর প্রতিবাদ করে হোসেন। এ সময় সুমনের সঙ্গে হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন হাতে থাকা ভারী বস্তু দিয়ে হোসেনের মাথায় ও শরীরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। পরে সিলেট শহরের ওয়েসিস হাসপাতালের আইসিউতে দু’দিন ভর্তি থাকার পর গতকাল হোসেন মারা যায়।

হোসেনের বড় ভাই হাসান আহমদ বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় বখাটে সুমন আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলল। আমরা তার ফাঁসি দাবি করছি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘাতক সুমনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় সুমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।

পূর্ববর্তি সংবাদপুলিশহত্যা নয়, গোহত্যা নিয়ে এখনও চিন্তিত আদিত্যনাথ
পরবর্তি সংবাদইজতেমার মাঠে সন্ত্রাসী হামলার বিষয়ে বেফাকের জরুরি বৈঠক চলছে