আপিলে প্রার্থিতা ফিরে পেলেন গোলাম মাওলা রনি

ইসলাম টাইমস ডেস্ক : আলোচিত সাবেক সাংসদ গোলাম মাওলা রনি তার প্রার্থী ফিরে পেয়েছেন। মনোনয়নপত্রে তার স্বাক্ষর না থাকায় তা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তিনি আপিল করার পর তা ফিরিয়ে দেয়া হয়।

গোলাম মাওলা রনি পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গত রোববার হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন এবং দলের মনোনয়ন লাভ করেছেন।

পূর্ববর্তি সংবাদইজতেমার মাঠে সন্ত্রাসী হামলার বিষয়ে বেফাকের জরুরি বৈঠক চলছে
পরবর্তি সংবাদদাবি মেনে নেয়ার আগে সরকারের সাথে আর কোনো বৈঠক নয় : বেফাক