নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর ইজতেমার মাঠে সাধারণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক।
বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী বৈঠকের সভাপতিত্ব করছেন।
আজ সকাল ১১টায় যাত্রাবাড়ির কাজলায় অবস্থিত বেফাক অফিসে এই বৈঠক শুরু হয়েছে।
বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমিন ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চি করেছেন।
তিনি জানিয়েছেন, টঙ্গীর মাঠে মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ তাবলিগি সাথীদের উপর সন্ত্রাসী সাদপন্থীদের হামলার পর দেশজুড়ে কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে মাদরাসাসমূহের করণীয় নির্ধারণ করতে এই বৈঠক আহবান করা হয়েছে।
বৈঠক উপস্থিত আছেন, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুল হামিদ (মধুুপুরের পীর), মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি বোরহান উদ্দিন, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি, মাওলানা মাহমুদ হাসান সিরাজী প্রমুখ।
অারও অনেকে রাস্তায় রয়েছে বলে জানিয়েছেন মুফতি নুরুল আমিন।
এছাড়াও তাবলিগের সিনিয়র মুরব্বিরা এবং ঢাকা ও ঢাকার আশেপাশের মাদরাসার মোহতামিমগণও আজকের বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
বৈঠকের সিদ্ধান্ত জানতে পড়ুন : দাবি মেনে নেয়ার আগে সরকারের সাথে আর কোনো বৈঠক নয় : বেফাক
