জিবুতিতে পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করলো তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক : তুরস্কের আর্থিক সহায়তায় আফ্রিকার দেশ জিবুতিতে নির্মিত হলো পূর্ব আফ্রিকা অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ।

‘টার্কিশ দিয়ানাত ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় ২০১৭ সালে নির্মাণ শুরু হয় মসজিদটির। আশা করা হচ্ছে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেই জনসাধারণের নামাজের জন্য খুলে দেয়া হবে মসজিদটি।

১০,০০০ স্কয়ার ফিটের মসজিদটি নির্মাণ করা হয়েছে উসমানি স্থাপত্য রীতি অনুসারে। মসজিদে ব্যবহৃত মোজাইক পাথর এবং অন্যান্য নির্মাণসামগ্রীর অধিকাংশই আনা হয়েছে সরাসরি তুরস্ক থেকে। ভারত মহাসাগরের পাড় ঘেঁষে নির্মিতব্য এ মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারবে প্রায় ৫,০০০ মুসল্লি।

মসজিদ নির্মাণের প্রকল্প পরিচালক ফুরকান কাজিম ইউকসেল জানান, মসজিদের চত্বরের পাশে শিশুদের জন্য আলাদা একটি মাদরাসাও নির্মাণ করা হয়েছে।

জিবুতিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাদি আলতিনক বলেন, দশ লাখেরও কম জনসংখ্যা অধ্যুষিত জিবুতি খুবই ছোট একটি দেশ। এ দেশের সঙ্গে তুরস্কের ভূ-রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তুরস্ক এ মসজিদ নির্মাণ করছে। খুব শিগগিরই তুরস্ক এ দেশে একটি বড় হাসপাতাল এবং একটি বাঁধ নির্মাণ করবে।

পূর্ববর্তি সংবাদশায়েখ হওয়ার গল্প
পরবর্তি সংবাদদ্রুত চার্জ হওয়ার নতুন স্মার্টফোন আনছে অপো