নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত, আহত ২৫

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালকসহ তিনজন নিহত হয়েছেন । এতে দুই বাসের কমপক্ষে ২৫ জন আহত হয়।  ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দ নগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর নাগরিয়াকান্দি গ্রামের বাসচালক আনোয়ার (৪৫), শিবপুরের বাসযাত্রী আলাউদ্দিন (৬০) ও রেহেনা বেগম (৪৫)।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভৈরবগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সৈয়দনগর এলাকায় অপর একটি বাসকে পাশ কাটানোর সময় রাস্তার অপর পাশে দাঁড়ানো যাত্রীবাহি একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদীর ১ শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তারা ৩ জনই মারা যান। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় এক শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস দুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত রয়েল পরিবহনের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তি সংবাদবিকল্পধারার ভাগে অবশেষে ৩ আসন!
পরবর্তি সংবাদআজ ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা হচ্ছে না