বিকল্পধারার ভাগে অবশেষে ৩ আসন!

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে দল পাল্টানো আর ভাঙ্গাগড়ার পর অবশেষে মহাজোটের পক্ষ থেকে বিকল্পধারার ভাগে জুটলো ৩টি আসন। নতুন নির্বাচনী জোট গড়ার সময় ১৫০ আসনের বাগাড়ম্বর ও ভারসাম্যের তত্ত্ব উচ্চারণের পর বিকল্প ধারার এই ৩ আসনের বাটোয়ারা রাজনীতিতে কৌতুকের জন্ম দিয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আজ শুক্রবার আসন বণ্টন করা হয়েছে। বণ্টনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশকে ৩টি আসন দেওয়া হয়েছে।

আসনগুলো হলো- লক্ষ্মীপুর-৪, মুন্সিগঞ্জ-১ ও মৌলভীবাজার-২।

নির্বাচনে এবার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) মান্নানের হাতে মাহীসহ যুক্তফ্রন্টের তিন জনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকল্প ধারার মহাসচিব বলেন, ‘আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাবো বলে আশা করছি।’

 

 

পূর্ববর্তি সংবাদমহাজোটের শরিকদের মধ্যে আসন বন্টন শুরু
পরবর্তি সংবাদনরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত, আহত ২৫