মুসলিম নারীকে বোরকা পরতে বাধা দেওয়া সাংবিধানিক অধিকার হরণ : মাওলানা মাহফুজুল হক

মাওলানা মাহফুজুল হক

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, শরয়ি বিধান পালনে মুসলিম নারীরা বোরকা পরবে এটাই স্বাভাবিক। ধর্ম পালনের অধিকার সংবিধানেও রয়েছে। কোনো মুসলিম নারীকে বোরকা পরতে বাধা দেওয়া সাংবিধানিক অধিকার হরণ। ধর্মীয় এই বিধানের প্রতি অশ্লীল কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে চট্টগ্রামের পতেঙ্গার মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অচিরেই তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিতে হবে।

শনিবার (৮ ডিসেম্বর) পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহফুজুল হক বলেন, ধর্মীয় অধিকার পালনের সাংবিধানিক অধিকার থাকলেও বোরকা পরায় অশ্লীল কটূক্তিকারী ওই শিক্ষকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি চট্টগ্রামের পতেঙ্গা থানা ও স্কুল কর্তৃপক্ষ। বরং সমঝোতার নামে উল্টো অপরাধীর সাথে আপসের জন্য চাপ দেওয়া হচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত কোনো ব্যক্তিগত সমঝোতার বিষয় নয়।

আলোচনা অনুষ্ঠানে আরও ছিলেন মুফতী নূর মোহাম্মদ আজীজি, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশিদ, মুফতি মুহসিন উদ্দীন বেলালী,  মাওলানা আতিক উল্লাহ, মুহাম্মদ উবায়দুর রহমান, মাওলানা আবু ইউসুফ মুন্সী, মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা আসাদুল্লাহ সাদী, মাওলানা শামসুল আলম, মুহাম্মদ সাদিক সালিম প্রমূখ।

পূর্ববর্তি সংবাদবিএনপি থেকে খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি 
পরবর্তি সংবাদআল আমিন সংস্থার তিন দিনব্যাপী মাহফিল : চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের চেতনার ফোয়ারা