রোববার খুলছে টঙ্গী ইজতেমা মাঠের মাদরাসা

নিজস্ব প্রতিবেদক : গতকাল শুক্রবার টঙ্গী মাঠে অবস্থিত ইজতেমা মাঠের টিনশেড মসজিদের নামাজ শুরু হওয়ার আগামীকাল রোববার থেকে টঙ্গীর মাঠে অবস্থিত মাদরাসার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মাদরাসার শুরা সদস্য তারেক মাহমুদ ইসলাম টাইমসকে এই খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাদরাসাটি চালু করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অভিভাবকদের বলবো, শিক্ষার্থীদের মাদরাসায় পাঠিয়ে দিতে যেন আমরা মাদরাসার কার্যক্রম শুরু করতে পারি।

এর আগে গতকাল শুক্রবার টঙ্গীর মাঠ, মসজিদ ও মাদরাসার দায়িত্ব উলামায়ে কেরামের হাতে তুলে দেয়া হয়। গতকাল থেকে সেখানে নিয়মিত নামাজও চলছে।

গতকাল শুক্রবার ইজতেমার মাঠে নামাজ আদায়কারী এক মুসল্লি জানান, জুমার নামাজে পাঁচ শতাধিক মুসল্লি উপস্থিত হয়েছিলো। তবে মাদরাসা চালু হওয়ার আগ পর্যন্ত ইজতেমা মাঠের ইমামকে অনাবাসিক থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সাদপন্থীদের সন্ত্রাসী হামলায় টঙ্গীর মাঠে অবস্থিত মাদরাসা ও মসজিদের কাজ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ৫ হাজার মানুষ আহত এবং ১ জন নিহত হয়।

হামলার পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাঠ পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগের দুই আমলে ১৪ ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকা লুট!
পরবর্তি সংবাদবিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলালো নিজ দলের নেতা-কর্মীরা!