নির্বাচন নিরপেক্ষ হবে না : সিপিবি

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শনিবার রাজধানীর পুরানা পল্টনের কমরেড মনিসিংহ সড়কের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে এ যাবৎ যত অভিযোগ উঠেছে তার ষোল আনাই সঠিক। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারছে না। এই নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে।

সেলিম বলেন, নির্বাচনকে কেবল মাত্র উৎসবের বিষয় ভাবা ঠিক নয়। নির্বাচন জনগণের জন্য পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের।

পূর্ববর্তি সংবাদনরেন্দ্র মোদিকে পাত্তাই দিলেন না এরদোয়ানের স্ত্রী
পরবর্তি সংবাদ১১৭ টি নদী মৃতপ্রায়, দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি