পাকিস্তানের ঘাড়ে বন্দুক রেখে চালানোর দিন শেষ : ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলে দিয়েছেন, পাকিস্তানের ঘাড়ে বন্দুক রেখে চালানোর দিন শেষ। পাকিস্তান আর তাদের ভাড়াটে সেনা নয়।

দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান এ কথা বলেন। অভিযোগ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দূরে ঠেলে দিচ্ছে। তিনি কখনোই ওয়াশিংটনের সঙ্গে এমন সম্পর্ক চাইবেন না, যেখানে পাকিস্তানকে ভাড়াটে সেনা বলে ভাবা হবে।

ইমরান বলেন, পাকিস্তানকে ভাড়া করা বন্দুক ভাবা হবে-এমন সম্পর্ক কারো সঙ্গেই চাই না। এতে শুধু মানুষের প্রাণহানি আর আদিবাসী এলাকাগুলোই ধ্বংস হয় না, এতে আমাদের মর্যাদাও নষ্ট হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের অভয়াশ্রম আখ্যা দেন। একই সঙ্গে অনুদানও বন্ধের সিদ্ধান্ত জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টুইটারে কথা হয়।

ইমরান বলেন, ট্রাম্প ইতিহাস না জেনে কথা বলছেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধ লড়ে পাকিস্তান অনেক ভুগেছে। এখন আমরা দেশের মানুষের জন্য এবং নিজেদের স্বার্থের জন্য যেটা সবচেয়ে ভালো হয় সে কাজটিই করব।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তি সংবাদশামীম ওসমানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যা বললেন মুফতি মনির কাসেমি
পরবর্তি সংবাদএবার মাদরাসা বন্ধ করে দিচ্ছে চীনা সরকার