‘ময়মনসিংহে তাবলিগের নামে কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না’ 

অর্ণব আহমদ ।। ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের ইত্তেফাকুল উলামা, ইমাম পরিষদ ও বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম বলেছেন, ময়মনসিংহে তাবলিগের নামে কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার ১১ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন-এর সভাপতিত্বে স্থানীয় পুলিশ লাইন দরবার হলে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা, ইমাম পরিষদ ও বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরামের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় আলোচকরা বলেন, ময়মনসিংহে তাবলিগের নামে কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি শরীফুর রহমান, মুফতি তাজুল ইসলাম কাসেমী, ক্যাপ্টেন শফিক সালাউদ্দীন বাবু, এডভোকেট নুরুন্নবী, ড. জহুরুল হক প্রমুখ ।

সভাপতির ভাষণে জেলা পুলিশ সুপার মো: শাহ্ আবিদ হোসেন বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে মাদক , সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো ঠাই নেই। সামাজিক শান্তি -শৃংখলা রক্ষায় ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তি সংবাদপ্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না : চরমোনাই পীর
পরবর্তি সংবাদবিজেপির পরাজয় অবিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অপব্যবহারেরই জবাব : মমতা