এখনও পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি: সিইসি

ইসলাম টাইমস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, এত বড় নির্বাচনে এখনও পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশন আরো বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশন আশাবাদী। সব রাজনৈতিক দল একটি পজেটিভ অ্যাটিচিউড নিয়ে নির্বাচন শুরু করে দিয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যখন মাঠে যাবে তখন কোনো সংঘাত ঘটবে বলেও মনে করেন না সিইসি। বিচারকরা সফল ও সার্থক নির্বাচন করবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তবে খেয়াল রাখতে হবে উত্তাপ যেনো উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেনো ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে।আমাদের সেটা খেয়াল রাখতে হবে।

ব্রিফিংয়ে আরো বক্তব্য দেন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

পূর্ববর্তি সংবাদনির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ছে সংঘাত, সহিংসতা
পরবর্তি সংবাদরিজার্ভ ট্যাংকে পড়ে মারা গেল দুই শিশু