এবার পদত্যাগ করেছেন মোদির অর্থনৈতিক উপদেষ্টা সুরজিত ভল্লা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপি জোট ভরাডুবির পথে। রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিপুল ভোটে এগিয়ে আছে মোদিবিরোধীরা। মোদির এই ভরাডুবিকে কেন্দ্র করে এরই মধ্যে পদত্যাগ করেছেন মোদির অর্থনৈতিক উপদেষ্টা সুরজিত ভল্লা।

বিজেপির পরাজয়ের আগের দিনই সোমবার পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল। পরের দিন পাঁচ রাজ্যে মোদির ভরাডুবির বিষয়টি প্রকাশ পায়। তার পরেই পদত্যাগ করেছেন মোদির অর্থনেতিক উপদেষ্টা কমিটির সদস্য সুরজিত ভল্লা।

মঙ্গলবার মোদি সরকারের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা কমিটি থেকে সুরজিত ভল্লার পদত্যাগের বিষয়টি সংবাদমা্ধ্যমকে জানানো হয়েছে।

ক্ষমতাসীন বিজেপি জোট  অন্তত তিনটি রাজ্যে ক্ষমতা হারাচ্ছে। এর মধ্যে রাজস্থান ও ছত্তিশগড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কংগ্রেস। আর তেলেঙ্গানায় দুই দলই তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কাছে ধরাশায়ী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এসব রাজ্যে বিজেপির ভরাডুবি মোদির জন্য বিপদ সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই পদত্যাগের ঘটনাটি ঘটল।

পূর্ববর্তি সংবাদহালুয়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ড
পরবর্তি সংবাদবিজিবির বিচারের দাবিতে কাস্টমস কর্মকর্তাদের সারাদেশে কর্মবিরতির ডাক