হিন্দুত্বের পোস্টার বয় যে তিন রাজ্যে প্রচারে গিয়েছেন সেখানেই হেরেছে বিজেপি

ইসলাম টাইমস ডেস্ক : হিন্দুত্বের পোস্টার বয় বলে পরিচিত যোগী আদিত্যনাথের একাধিক মন্তব্য দেশে সমালোচিত হয়েছে। তবুও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে প্রচারে লাগিয়ে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে কাজে আসল না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারও।

যে তিন রাজ্যে বিজেপির হয়ে প্রচার চালিয়েছিলেন আদিত্যনাথ, সেই রাজ্যগুলিতেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে। খবর অনুযায়ী, বিজেপির স্টার প্রচারক যোগী ৬৩ টি আসনে প্রচার করেছিলেন। যার মধ্যে বিজেপি হেরেছে প্রায় ৬০ শতাংশ আসনে। এমনই মনে করছে বিরোধী শিবিরগুলি।

বিজেপির হিন্দুত্বের প্রতীক যোগী আদিত্যনাথ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের মোট ৬৩টি কেন্দ্রে গিয়ে প্রচার চালিয়েছিলেন। যার মধ্যে মাত্র ২৬টি আসনে জিতেছে বিজেপি। সবচেয়ে খারাপ অবস্থা ছত্তিশগড়ের।

আদিত্যনাথের প্রচার নিয়ে তাই বিজেপি দলের মধ্যে বড় প্রশ্নচিহ্ন উঠছে। হিন্দুত্বকে কাজে লাগাতেই যোগী আদিত্যনাথকে তিনরাজ্যে প্রচারে পাঠানোর কৌশল নিয়েছিল বিজেপি। কিন্তু অবশেষে সেই কৌশলও কোনও কাজে আসল না।

অনেকেই বলছেন, নির্বাচনের আগে যোগীর প্রচারের সময় তাঁর বিতর্কিত বক্তব্য অনেক সময়ই মানুষকে ক্ষেপিয়ে দিয়েছিল।

আরো পড়ুন: http://islamtimes24.com/2018/12/06/পুলিশহত্যা-নয়-গোহত্যা-নি/

অন্য রাজ্যে যখন ভোট প্রচারে ব্যস্ত যোগী, তাঁর নিজের রাজ্যেই সাম্প্রদায়িক অশান্তি ঠেকাতে মৃত্যুবরণ করতে হয়েছে এক ইন্সপেক্টরকে। বুলন্দশহরে গো–রক্ষকদের হাতে খুন হন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং। এই ঘটনা যখন ঘটছে তখন যোগী রাজস্থানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। যদিও তারপরেও বিজেপির মুখ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তিনি। সব মিলিয়ে মোদির অমিতের মতো যোগীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ধারাবাহিকতা চলতে থাকলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মুখথুবড়ে পড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা।

সূত্র : টিডিএন বাংলা

পূর্ববর্তি সংবাদ‘বিদ্রোহী মুসলিম’ দমনের অজুহাতে ফিলিপাইন সরকার মিন্দানাওয়ে শুরু করছে এক বছরের মার্শাল ল’
পরবর্তি সংবাদসরকারের সাথে যোগাযোগ : কোন পথে যাচ্ছে হেফাজতে ইসলাম