দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা আবার ঠিক হয়ে যাচ্ছে : সিইসি

ইসলাম টাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘দেশে নির্বাচনের সুস্থ পরিবেশ বিরাজ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে বলেই সবাই প্রচার চালাতে পারছে। নির্বাচনে এবার সর্বাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা আবার ঠিক হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তন (উসাই) তিন পার্বত্য জেলার রিটানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সাথে এক বিশেষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের দিন কোনো দল ও মত কিংবা ব্যক্তি বিশেষের পছন্দের কোনো প্রভাব যাতে ভোটকেন্দ্রে না পড়ে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

‘ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে যাতে কোনো প্রভাব না পড়ে সে বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন সিইসি।’

সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনের সচিব মোঃ হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের চৌধুরী মোঃ আজিজুল হক হাজারী, তিন পার্বত্য জেলার তিন জেলা প্রশাসক, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, তিন পার্বত্য জেলার বিজিবি কমান্ডার, তিন জেলার পুলিশ সুপার, সহকারী নির্বাচন রিটানিং কর্মকর্তাসহ নির্বাচনে আইন শৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ আসছেন দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী
পরবর্তি সংবাদভারতবর্ষ থেকে ৪৫ লাখ কোটি ডলার চুরি করেছে যেভাবে ব্রিটেন