সতর্ক থাকতে হবে, কুচক্রিমহল যেন কোনো সুযোগ নিতে না পারে : ডিএমপি কমিশনার

ইসলাম টাইমস ডেস্ক : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমাদের অনেক সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে হবে। যাতে করে কোনো কুচক্রিমহল কোনো ধরনের সুযোগ নিতে না পারে। উন্মুক্ত স্থানে, বাসার ছাদে কোনো অনুষ্ঠান করা যাবে না। একই সঙ্গে ৩০ ডিসেম্বর রাত থেকেই নগরীর সব ধরনের বার এবং যে কোন ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে।

আজ বুধবার ডিএমপি সদরদফতরে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত সমন্বয় সভায় বিভিন্ন নির্দেশনার এ কথা জানানো হয়।

এবার থার্টি ফার্স্ট নাইট পালনে সরকারি নিষেধাজ্ঞার স্মরণ করিয়ে দিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিএমপি কমিশনার পরিকল্পনা অনুযায়ী যার যার অবস্থান থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে দায়িত্ব পালন করার নির্দেশনাও দিয়েছেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদসিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদবাধার মুখেও হাল ছাড়ছে না ঐক্যফ্রন্ট!