নতুন মাদক এনপিএস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক : এনপিএস নামক নতুন এক প্রকার মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এনপিএস নামে নতুন মাদক আমাদের ভাবিয়ে তুলছে। আমাদের দেশে কিন্তু আমরা কোনও মাদক তৈরি করি না। পার্শ্ববর্তী দেশ ও মাদক উৎপাদনকারী দেশ থেকে এই মাদক আমাদের দেশে সীমান্ত পার হয়ে আসছে।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর প্রায়োগিক বিভিন্ন বিষয় পর্যালোচনার জন্য ‘বিস্তরণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সেগুনবাগিচায় মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নানা কারণ সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ প্রয়োজনীয় সংস্কার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে নতুন এই আইন অনুযায়ী সংশ্লিষ্ট সব আইন প্রয়োগকারী সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একযোগে কাজ করবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যুবসমাজ আমাদের সম্পদ। কিন্তু দেশে নতুন নতুন মাদকের আবির্ভাব ঘটছে। মাদকাসক্তরা এই নতুন নতুন মাদকের দিকে ধাবিত হচ্ছে। এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, ‘মাদকের ডিমান্ড থাকলে সাপ্লাই হবেই। ডিমান্ড ও সাপ্লাই কী করে বন্ধ করা যায় সেটা আগে দেখার বিষয়। আমাদের অধিফতর নতুন আইন প্রয়োগ করলে আশা করি সাপ্লাই ও ডিমান্ড কমে যাবে।’

পূর্ববর্তি সংবাদইসলামি দলগুলোর প্রার্থীদের সম্ভাবনা কতটুকু?
পরবর্তি সংবাদদেশব্যাপী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে : সিইসি