বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ৯টি পেজ ও ৬টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনের আগে বিরোধীদলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য চিহ্নিত করে ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক এ তথ্য জানিয়েছে। বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে রয়েছে, বিডিএসনিউজ২৪.কম, নিউজদিনেররাত২৪.কম।

এ ছাড়া বিবিসি-বাংলার ফেক অ্যাকাউন্টও রয়েছে। তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে বাংলাদেশি ১৫টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয় বলে জানায় ফেইসবুক।

ফেইসবুক কর্তৃপক্ষ আরো বলেছে, যে নয়টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের ‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সঙ্গে যে সব ব্যক্তি জড়িত, তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলেছে ফেইসবুক।

বন্ধ হওয়া একটি ফেসবুক পেজে প্রায় ১১ হাজার ফলোয়ার ছিল। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট (বিজ্ঞাপন বাবদ) গত এক বছরে প্রায় ৮০০ ডলার খরচ করা হয়েছে। এখানে ২০১৭ সালের জুলাইয়ে প্রথম বুস্ট করা হয়। আর সর্বশেষ গত নভেম্বর বুস্ট করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসরকার চালাতে ব্যর্থ হয়ে কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি বিজেপির
পরবর্তি সংবাদশেষ বয়সে জোর করে নির্বাচিত হতে চাই না : তোফায়েল আহমেদ