গহরপুর জামিয়ার ৬২তম মাহফিল অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শাইখুল হাদিস আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গহরপুরী (র.)’র হাতে গড়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। ২০ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এ মাহফিলের কার্যক্রম চলে।

মাহফিলে নসীহত পেশ করেন দারুল উলূম দেওবন্দের শিক্ষাসচিব মাওলানা আফজাল হুসাইন কাইমুরী (ইন্ডিয়া), জামিয়ার শাইখুর হাদীস মাওলানা আব্দুস সাত্তার (হেমু), মাওলানা সাদ উদ্দিন (বাদেশ্বরী), গলমুকাপন মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুস শহিদ (গলমুকাপনী), মতিনিয়া হেতিমগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম ছিরামপুরী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, সিলেট জেলা বেফাকের সহ-সভাপতি মাওলানা নজমুদ্দিন কাসেমী, সিলেট জেলা বেফাকের সেক্রেটারী মুফতী আবুল হাসান (জকিগঞ্জি), মাওলানা সাইফুল ইসলাম (কাতার), বিশিষ্ঠ দায়ী মাওলানা মুস‘আব (ফিলিপাইন), মাওলানা আব্দুর হাই বাহুবলী প্রমুখ।

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও প্রার্থী মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস, শফি আহমদ চৌধুরী, উসমান আলী, হাফিজ মাওলানা আতিকুর রহমানসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাইখুল হাদীস আল্লামা গহরপুরী (রহ.)’র ভক্ত, মুরিদানরা মাহফিলে উপস্থিত থেকে নসিহত শ্রবণ করেন। গহরপুরী (রহ.)’র সাহেবজাদা জামিয়ার মুহতামিম ও কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সহ-সভাপতি, মাওলানা হাফেজ মুসলেহুদ্দিন রাজুর সভাপতিত্বে দিবারাত্রির এ মাহফিলে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সমাপনী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। মোনাজাত করেন দারুল উলূম দেওবন্দের শিক্ষাসচিব মাওলানা আফজাল হোসাইন কাইমুরী।

পূর্ববর্তি সংবাদশিশুদের বদ-অভ্যাস কীভাবে দূর করব?
পরবর্তি সংবাদমার্কিন বিমান হামলায় সোমালিয়ায় আল-শাবাবের ১১ যোদ্ধা নিহত