গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে মামলা

ইসলাম টাইমস ডেস্ক : পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে নিজের উপর সাজানো হামলার ঘটনা ঘটানো এবং তা প্রচারের অভিযোগ করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতা ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী আধ্যাপক মেহেদী মাসুদ বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন।

গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, এ মামলায় গোলাম মাওলা রনিসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর দুপুরে গলাচিপা টিএন্ডটি সড়কে গোলাম মাওলা রনি’র স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর সাজানো হামলার ঘটনা ঘটানো হয় এবং তা আইন-শৃঙ্খলার অবনতি করে নিরাপত্তা বিঘ্নিত করে। এই ঘটনা নিয়ে গোলাম মাওলা রনির সঙ্গে জেলা বিএনপি নেতাদের মোবাইলে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনা জনমনে ভীতির সৃষ্টি করেছে যা আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।

পূর্ববর্তি সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদআওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী