ভারতে অবশেষে গরুসংশ্লিষ্ট সহিংসতা বন্ধে কঠোর হচ্ছে আদালত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গরু সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা ঘটেছে ৮০টি। এসব সহিংসতার প্রধান শিকার ভারতীয় মুসলিমরা। ডিসেম্বরের শুরুতে এমন এক গরু  সহিংসতায় নিহত হন এক  ভারতীয় পুলিশ কর্মকর্তা। হয়তো তার মৃত্যুকে কেন্দ্র করেই  অবশেষে  এ সব সহিংসতা বন্ধে কঠোর হচ্ছে আদালত।

২০১৬ সালের মার্চে ১২ বছরের স্কুল শিক্ষার্থী ইমতিয়াজ খান ও ৩২ বছরের গরু ব্যবসায়ী মজলুম আনসারিকে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তাদেরকে হত্যার দায়ে অভিযুক্ত আট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ওই ঘটনার দুই বছর পর রাজ্যটির লাথেহার জেলার এক আদালত এই রায় দিল।

শুক্রবার রায় ঘোষণার দিন অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের পক্ষে শতাধিক ব্যক্তি আদালতের প্রাঙ্গনে জড়ো হয়ে স্লোগান দেন। গত কয়েক বছরের মধ্যে ভারতে হিন্দু গো-রক্ষকদের তাণ্ডবে নিহতের ঘটনায় এটি দ্বিতীয় মামলার রায়।

অভিযুক্তদের আইনজীবী দাবি করেছেন, তদন্তের সময় পুলিশ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে। তিনি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। 

পূর্ববর্তি সংবাদগাজায় সাপ্তাহিক বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলি: ৪ ফিলিস্তিনি নিহত
পরবর্তি সংবাদবছরের ক্ষুদ্রতম দিন আজ