তরুণরাই পারে পরিবর্তনের জোয়ার তুলতে : মুফতি সৈয়দ ফয়জুল করীম

ইসলাম টাইমস ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, জাতি নিয়ে তরুণ ভোটাররা ভাবেন। তারা বিশ্বের সব খবরা-খবর রাখেন। তারাই পারেন পরিবর্তনের জোয়ার তুলতে। আশা করি এই তরুণ ও নতুন ভোটাররাই তাদের প্রথম ভোট ইসলাম, দেশ ও মানবতার পক্ষে হাতপাখায় দেবে, ইনশাআল্লাহ।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, পৃথিবীর অন্যান্য দেশে উন্নয়নের ধরণ ও প্রকৃতি সম্পর্কে তরুণরা জ্ঞাত। তাই তারা উন্নয়নের লেভেল দেখে কারও ধোঁকায় পতিত না হয়ে পরিবর্তনের অঙ্গীকারে হাতপাখা বেছে নেবে।

বরিশাল সদর আসনের প্রত্যন্ত এলাকায় রাস্তা-ঘাটের অবস্থা নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি অঙ্গীকার করছি, হাতপাখা বিজয়ী হলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও যথাযথ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ।

এ সময় ইসলামী আন্দোলন নেতা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, দলের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মুফতী হাবিবুর রহমান মিছবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদতারা মানুষ নয় দানব, তাদের ভোট দেবেন না : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবিএনপি প্রার্থীর প্রচারণা না চালানো ‘রহস্যজনক’ : স্থানীয় সরকার মন্ত্রী