বাংলাদেশ সৃষ্টির জন্য নিজ দেশের শাসকদেরই দুষলেন ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানের বিভক্তি ও বাংলাদেশ সৃষ্টির পেছনে দেশের শাসক গোষ্ঠিকেই দায়ি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকার দেয়া হয়নি। এটিই ছিল বাংলাদেশ সৃষ্টির মূল কারণ।

শনিবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির পাঞ্জাব সরকারের একশ দিনের অর্জন উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সংখ্যালঘুদের সহায়তা করার উপর গুরুত্ব দিয়ে বলেন, পাকিস্তান জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে তাদের সম অধিকারের প্রতি জোর দিয়েছিলেন, ঠিক সেভাবে তাদের রক্ষা করতে হবে।

ইমরান খান তার বক্তব্যে সংখ্যালঘুদের ওপর কেমন আচরণ করতে হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাও দেখিয়ে দেয়ার কথা বলেন।

তিনি বলেন, দুর্বলের প্রতি যদি ন্যায়বিচার করা না হয়, তবে তা কেবল বিদ্রোহেই রূপ দিতে পারবে। পূর্ব পাকিস্তানের লোকজনকে তাদের অধিকার দেয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে মূল কারণ ছিল এটিই।

ইমরান খান বলেন, সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছে- এমনটা নিশ্চিত করবে তার সরকার। নতুন পাকিস্তানে তাদের সুরক্ষা ও সমঅধিকার দেয়া হবে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগ কোনোদিন ভোট ছাড়া ক্ষমতায় আসেনি : মতিয়া চৌধুরী
পরবর্তি সংবাদজিতার আগে জিতবেন না : দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের