‘আধা ঘণ্টার মধ্যে শহর ছেড়ে চলে যা, না হলে জানে মেরে দিব’

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী অভিযোগ করেছেন তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

আজ সোমবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সাংবাদ সম্মেলনে তিনি জানান, আশরাফিয়া মাদ্রাসা এবং মাদানীনগর মাদ্রাসায় প্রচারণা শেষে ভুইগড় রূপায়ন টাউনের গেটের সামনে গাড়ি নিয়ে পরিচিত এক ব্যক্তির জন্য অপেক্ষা করছিলেন। বেলা ২টা ৪০ মিনিটের দিকে ৩-৪টি মাইক্রোবাসে করে ২০-২৫ জন লোক এসে তার গাড়ির সামনে দাঁড়ায়। তাদের মধ্যে তিনি শাহ নিজামকে চিনতে পেরেছেন। শাহ নিজাম তাকে গাড়ির দরজা খুলতে বলে এবং খুব খারাপ ব্যবহার করে।

কাসেমী বলেন, আমাকে হুমকি দিয়ে নিজাম বলে, আধা ঘণ্টার মধ্যে এই শহর ছেড়ে চলে যা, না হলে জানে মেরে দিব। এই কথা ৭-৮ বার বলে সে। বলার সময় তার পেছনে থাকা লোকেরা অস্ত্র প্রদর্শন করে। ঘটনাস্থলে কাউন্সিলর শওকত হাশেম শকু ছিলো যা আমি আমার লোকদের কাছ থেকে জানতে পেরেছি।

একপর্যায়ে খাটো করে একটা ছেলে আমাকে গাড়ি থেকে বের করার উদ্দেশ্য হাত ধরে টান দেয়। এই অবস্থায় আমি আমার ড্রাইভারকে বলি গাড়ি টান দিতে। তারপর আমরা গাড়ি নিয়ে চলে আসি এবং ঘটনাটি আমি তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারকে টেলিফোনে জানিয়েছি। হুমকিদাতাদের মধ্যে শাহ নিজাম নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শওকত হাসেম শকু নাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর। সংবাদ সম্মেলনে কাসেমীর সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শাহ নিজাম জানান, তিনি কাসেমীকে চিনেন না। এবং কাসেমী যে সময়ের কথা বলেছেন সেই সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। শওকত হাসেম শকুও দাবী করেছেন কাসেমীকে তিনি চিনেন না।

ওদিকে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব থেকে নিচে নামার পর জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ আহমেদকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, জিজ্ঞাসাবাদের জন্য পারভেজকে আটক করা হয়েছে।

উল্লেখ্য নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাসেমী।

পূর্ববর্তি সংবাদ‘আমরা চাই কেন্দ্রে কম মানুষ যাবে’ (ভিডিও)
পরবর্তি সংবাদ‘যারা নৌকায় ভোট দেবে না তারা কেন্দ্রে যাবে না’ (ভিডিও)