হাসিনা ম্যাজিকে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসিনা ম্যাজিকে আবারও আওয়ামী লীগ সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। জনগণ তাদের ভাগ্যোন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

সোমবার দাগনভূঞা আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুল মাঠে মহাজোট প্রার্থীর সমর্থনে দাগনভূঞা উপজেলা আ.লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোন দল বা জোটের নয়। সেনাবাহিনী স্বাধীন ও নিরপেক্ষ। তাই সেনাবাহিনীকে নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। নির্বাচনী মাঠে নিরপেক্ষ ভূমিকায় থাকবে সেনাবাহিনী। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করবে।

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বর্তমানে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশে এখন আর তেমন কোন উন্নয়নের কাজ বাকি নেই। দেশের মানুষ এখন চায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও চাকুরি। আওয়ামী লীগ সরকার আবারও সরকার গঠন করলে জনগণের এ দু’টি চাহিদা পূরণ করা হবে।

সমাবেশে আরও ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বি.কম, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারি, মহাজোট প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমূখ।

পূর্ববর্তি সংবাদভারতে সড়ক দুর্ঘটনায় সাত নারীসহ নিহত ৮
পরবর্তি সংবাদপ্রশাসন ক্ষমতালোভীদের আনুগত্য করলে হানাহানি বন্ধ হবে কীভাবে? : মুফতি আহমদ উল্লাহ