ইন্দোনেশিয়ায় সুনামি: নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০

ইসলাম টাইমস ডেস্ক:   ইন্দোনেশিয়ায় সুনামিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০। আহত হয়েছেন আরো ১৫শ জন; নিখোঁজ রয়েছেন অন্তত ১২৮ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সুনামির দুটি বিশাল ঢেউ সুমাত্রা ও জাভা দ্বীপের উপকূলীয় শহরগুলোতে আঘাত হানে। এতে ধ্বংস হয় ৭শ’র বেশি ঘরবাড়ি,  দোকানপাট, অনেক ভিলা এবং  হোটেল।

 

পূর্ববর্তি সংবাদপুলিশ এখন আওয়ামী ক্যাডারের মতো আচরণ করছে : রিজভী
পরবর্তি সংবাদকিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থী মেজর আখতার রক্তাক্ত