বিএনপির অভিযোগের উত্তরে যা বললেন ডিএমপি কমিশনার

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপিসহ দেশের বিরোধী দলগুলো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর তার উত্তর দিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসব অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল ও প্রার্থী অভিযোগ তুলছেন।

বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি এসব অভিযোগকে রাজনৈতিক কৌশল আখ্যা দিয়ে বলেন, ‘এটা হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। দেশ ও জনগণের জন্যই আমরা কাজ করব, করছি। আশ্বস্ত করছি, যেসব অভিযোগগুলো সত্য সেসব ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

পূর্ববর্তি সংবাদসরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদবৈঠকে ইসির আচরণে অসস্তুষ্ট হয়ে ঐক্যফ্রন্ট নেতাদের ওয়াকআউট