সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর খানিক বিপাকে পড়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। ফলে সম্ভাব্য বিপদ ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সিরিয়া ইরানি সৈন্যদের উপস্থিতি এই যুদ্ধ প্রস্তুতির কারণ।
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগডর লিবারম্যান বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করায় ইসরাইলের উত্তরাঞ্চলে সিরিয়া ও লেবানন সীমান্তে সংঘাত সৃষ্টি প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমেরিকার সৈন্য প্রত্যাহার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার জোট, ইরান ও লেবাননের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করবে।
তবে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা আমেরিকা-ইসরাইলকে বলছেন, ইরান এই সিদ্ধান্তকে একটি ‘ব্লাঙ্ক চেক’ হিসেবে ব্যবহার করতে পারবে না।
সূত্র : মিডলইস্ট মনিটর
