অবশেষে দেশে ফিরলেন জাপা চেয়ারম্যান এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক: অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৯ পর  সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার পরে আমাদের চেয়ারম্যানকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও হুসেইন মুহম্মদ এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম।

বিমান বন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানান তার বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

পূর্ববর্তি সংবাদবরিশালে বিএনপি প্রার্থীর সামনেই কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ, ভিডিও ভাইরাল
পরবর্তি সংবাদমুফতি তাকি উসমানির অডিওবার্তা: ফরীদ মাসঊদের দাবি অসত্য প্রমাণিত (অডিও)