ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে দুই দফায় এ হামলা হয়।
হামলায় আহতরা হলেন, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইমরান হোসেন, ঢাকা মহানগরের সদস্য রাসেল সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড ও সাদিক রেজা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অনুপম রায় রূপক, সাবেক সদস্য রায়হান জামান ও সুজন।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, মারধরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন।
এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে, মারধরের ঘটনাটি সম্পূর্ণই অরাজনৈতিক। এজন্য ছাত্রলীগকে দায়ী করা উচিত নয়।
