ঢাবিতে ছাত্র ফেডারেশনের উপর ছাত্রলীগের হামলা: আহত ৭

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে দুই দফায় এ হামলা হয়।

হামলায় আহতরা হলেন, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইমরান হোসেন, ঢাকা মহানগরের সদস্য রাসেল সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড ও সাদিক রেজা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অনুপম রায় রূপক, সাবেক সদস্য রায়হান জামান ও সুজন।

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, মারধরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন।

এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে, মারধরের ঘটনাটি সম্পূর্ণই  অরাজনৈতিক। এজন্য ছাত্রলীগকে দায়ী করা উচিত নয়।

 

পূর্ববর্তি সংবাদগাইবান্ধায় দুই বিএনপি নেতা গ্রেফতার
পরবর্তি সংবাদবরিশালে বিপুল পরিমাণে মাদক, আগ্নেয়াস্ত্র, ও জালটাকা উদ্ধার: আটক ৩