ইসলাম টাইমস ডেস্ক : নেত্রকোনার পৃথক ২ উপজেলা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খালিয়াজুরী ও মদন উপজেলার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশদুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
জানা গেছে, উদ্ধার করা লাশ দুটি উপজেলা খালিয়াজুরীতে নবম শ্রেনীর ছাত্র দিপু সরকার (১৫) ও মদন উপজেলার মোজাম্মেলের।
সূত্র জানায়, খালিয়াজুরী উপজেলার মন্টু সরকারের ছেলে টিুপু খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাতে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে খোঁজাখুঁজি শেষে মধ্য রাতে উপজেলার কাদিরপুর কালী গাছ কান্দার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই চোখ উপড়ানো রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের গোবিন্দ সরকার (৩২) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
অপরদিকে মদন উপজেলার তলার হাওর থেকে মোজাম্মেল নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, হাওরে খুপরি ঘরে গত ৮ বছর ধরে হাঁস পালন করে আসছিল মোজাম্মেল। সেখানে আজ বুধবার সকালে অন্য শ্রমিকরা গিয়ে দেখে মোজাম্মেলের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে মদন থানার পুলিশ তার লাশটি উদ্ধার করে।
