বিকেল ৫ টায় ড. কামালের সংবাদ সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে নিশ্চিত করেছেন জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থীদের উপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যায় ঐক্যফ্রন্ট নেতারা। কিন্তু নির্বাচন কমিশনের আচরণে ক্ষুব্ধ হয়ে ওয়াক আউট করেন তারা। এরপর গতকাল মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা।

পূর্ববর্তি সংবাদভোটার, আইন-শৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের প্রতি মাহবুব তালুকদারের বিশেষ বার্তা
পরবর্তি সংবাদবর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হকের জানাযা ও দাফন সম্পন্ন