ইসলাম টাইমস ডেস্ক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ঐক্যফ্রন্টের সমর্থন পেলেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুনতাসির আলী। আইনি জটিলতায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার প্রার্থিতা বাতিল হওয়ার পর জোটের সমর্থন পেলেন তিনি।
দলের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সাথে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা ইসহাক সাহেবের বৈঠকের পর মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থন ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকের পূর্বে আমরা কাউকেই সমর্থন দেইনি। আমরা আশাবাদী ছিলাম তাহসিনা রুশদির লুনার প্রার্থিতা ফিরে পাবো। তাহসিনা রুশদির লুনার আশা আর না থাকায় আজ আমরা আমাদের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর প্রতি আমাদের সমর্থন দিচ্ছি। আপনারা মুনতাসির আলীকে ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রচার করুন।
মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরীর করা রিট-এর প্রেক্ষিতে হাইকোর্ট তাহসিনা রুশদির লুনার প্রার্থীতা স্থগিত করেন।
