আতাউর রহমান খসরু ।।
গত ২৫ আগস্ট ব্যক্তিগত ফেসবুক পেইজের লাইভ এবং তার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের জেরেই আটক করা হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হককে। আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে তার এসব বক্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
এই বিষয়ে যোগাযোগ করলে মাওলানা মামুনুল হক মুঠোফোনে ইসলাম টাইমসকে এসব কথা বলেন।
তিনি বলেন, তারা আমাকে বলেছেন, আপনার সাম্প্রতিক বক্তব্যগুলোয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ পেয়েছে। ক্ষোভের কারণ কী? উত্তরে তিনি বলেন, নির্ধারিত কোনো সরকার বা দলের প্রতি আমার ক্ষোভ নেই। আমি ইসলাম, মুসলমান, মাদরাসা, মসজিদ সর্বোপরি জাতির স্বার্থ রক্ষায় কথা বলি এবং এটা সব সময় বলি। এটা নতুন কিছু নয়।
মাওলানা মামুনুল হক তাদের কাছে জানতে চান, তার বক্তব্যে দেশের প্রচলিত কোনো আইন বা সংবিধান বিরোধী কোনো কথা রয়েছে কী না? উত্তরে কর্মরত অফিসার বলেন, না, এমন কোনো উপাদান নেই। তবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
আরও পড়ুন : মাওলানা মামুনুল হক আটক
জিজ্ঞাসাবাদের সময় কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ কিংবা ভবিষ্যতের ব্যাপারেও কোনো সতর্কতা বার্তা দেয়া হয়নি বলে জানান মাওলানা মামুনুল হক।
উল্লেখ্য, আজ বিকেল ৫টার দিকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত মাদরাসায়ে তারবিয়াতুল উম্মাহ থেকে বের হওয়ার মুখে সাদা পোশাকধারী আইন-শৃংখলা বাহিনীর দুই সদস্য তাকে আটক করেন। আটকের পর মাওলানা মামুনুল হককে তার গাড়িসহ বসিলার র্যাব-২-এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকেই তাকে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন : ছাড়া পেলেন মাওলানা মামুনুল হক
