আদলত প্রাঙ্গণে মুখোমুখি মিশরের দুই প্রেসিডেন্ট: মুরসি ও হোসনি মোবরক

ইসলাম টাইমস ডেস্ক: বুধবার একই আদালতে মিশরের সাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির  মুখোমুখি হয়েছেন  সাবেক ক্ষমতাচ্যুত স্বৈর শাসক প্রেসিডেন্ট হোসনি মোবারক।

জানা যায়, হোসনি মোবারক ২০১১ সালে অভ্যুত্থান চলা কালে জেল থেকে প্রায় ৮০০শ বন্দীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বলে মুরসির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

২০১১ সালে এক অভ্যুত্থানে ৩০ বছর পর ক্ষমতা হারান হোসনি মোবারক। ওই বিক্ষোভে জেল ভেঙে অনেক বন্দি পালিয়ে যায়। মুরসির বিরুদ্ধে অভিযোগ, তিনি এদেরকে পালাতে সহায়তা করেছিলেন।

সাক্ষ্য দেওয়ার সময় মোবারক বলেন, দেশের নিরাপত্তা কথা বিবেচনা করে তিনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যেসকল প্রশ্ন নিরাপত্তা বিঘ্নিত করবে না, সেগুলোর উত্তর তিনি দিবেন।

সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদইভিএম : ছয় আসনে আজ পরীক্ষামূলক ভোট
পরবর্তি সংবাদসত্যান্বেষী ট্রাম্প !